Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া জেলের ভয়ে বিদেশে পালিয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনাল ভবনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ক্ষমতার লোভে জ্বালাও-পোড়াও আন্দোলন করে তিনি দেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন তাতে ক্ষতিগ্রস্ত মানুষ কখনো তাকে ক্ষমা করবে না। এসব চলমান মামলায় তার জেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ ভয়ে তিনি আর দেশে ফিরবেন না।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এখন আপনি কোনো উপায় খুঁজে না পেয়ে দিশাহারা হয়ে জাতীয় ঐক্যের কথা বলছেন। যারা ক্ষমতায় যাওয়ার লোভে মানুষ মারে তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারেনা। স্বাধীনতা যুদ্ধে যারা রাজাকারের ভূমিকায় থেকে গণহত্যা চালিয়ে লাখ লাখ মায়ের কোল খালি করেছে, সে সব অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর স্বার্থে জাতীয় ঐক্য হবে। আগুনে পুড়িয়ে মানুষ হত্যার বিরুদ্ধে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য ঐক্য হবে।
অতিরিক্ত সচিব তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- যুগ্ম সচিব শোশেন শাহ, বেনাপোল কাস্টমস কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খান, বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম, বন্দরের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার প্রমুখ।
এর আগে, সকাল ১১টার দিকে নৌমন্ত্রী বেনাপোল এসে পৌঁছালে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেনাপোল বন্দর, কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।