Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘আমরা কোনো সময় ফাঁকা আওয়াজ করি না। আমরা যা বলি, তাই করি।’
তিনি বলেন, ‘আমরা বলেছিলাম, নূর হোসেনকে দেশে ফেরিয়ে আনা হবে, এনেছি। নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে অনেকেই ধূম্রজালের সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।’
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাব মিলনায়তনে ক্লাব সদস্যদের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার সব আসামিই এখন আইনের আওতায় আছেন। তদন্ত কর্মকর্তারাও তদন্ত করে এই মামলার চার্জশিট দাখিল করেছেন।’
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘যে সব সন্ত্রাসী ও আসামি বিভিন্ন দেশে পালাতাক আছেন, তাদেরকে ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট আছি।