Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: পুঁজিবাজারে দরপতনের কারণ সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে লিখিত বক্তব্য চেয়েছে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার বিএসইসি কার্যালয়ে বাজার পরিস্থিতি নিয়ে বিএসইসির সঙ্গে ডিএসইর এক বৈঠকে এ লিখিত প্রস্তাব চাওয়া হয়। বৈঠক শেষে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা বলেন, আমরা বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএসইসির সঙ্গে আলোচনা করেছি।
ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় ও এক্সপোজার লিমিটের সংজ্ঞা পরিবর্তনের কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে, আমরা সে বিষয়টি বিএসইসিকে অবহিত করেছি। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা লিখিত আকারে জমা দেওয়ার জন্য বলেছে। শুধু সাম্প্রতিক দরপতনই নয়, ২০১০ সালে ব্যাংকের বিনিয়োগ প্রত্যাহার, ব্যাংকের এক্সপোজার লিমিট পরিবর্তনের ফলে বাজারে কি ধরনের প্রভাব পড়ছে বা পড়েছে সেগুলোর পর্যালোচনাও লিখিতভাবে দেওয়ার জন্য বলেছে বিএসইসি।
লিখিত প্রস্তাব পাওয়ার পর বিষয়গুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিএসইসি বৈঠক করবে বলেও জানান স্বপন কুমার। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল হোসেন ছাড়াও ৪ কমিশনার ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালাসহ পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।