Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: সারাদেশে প্রায় দুই কোটি ১৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে এ ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
গতকাল শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী ছয় শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘আমাদের মনে রাখতে হবে শিশুরাই দেশের ভবিষ্যৎ; তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমকে সফল করতে পারলে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারব।’
রাষ্ট্রপতি বলেন, ‘তাই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন এবং অন্যদেরও নিয়ে আসতে উৎসাহিত করুন