খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে আনতে হবে। তাদের সম্পদে পরিণত করতে হবে।’
বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে অনেক কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি।
সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের খুলনা বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে শনিবার তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘আমি মনে করি প্রতিবন্ধীরা আমার নিজের সন্তান। সমাজের প্রত্যেক মানুষকে প্রতিবন্ধী শিশুদের নিজের সন্তান মনে করে তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে। তাহলে প্রতিবন্ধীরা আগামী দিনে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম-বার, সাতক্ষীরা পৌরসভার মেয়র এমএ জলিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মহসিন আলী, সুইড বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন, খুলনা বিভাগীয় সাংস্কৃতিক ও ক্রীড়া উদযাপন কমিটির আহ্বায়ক ডা. আবুল কালাম বাবলা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।