খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: ফ্রান্সের রাজধানী প্যারিসে সিরিজ বোমা হামলায় হতভম্ভ গোটা বিশ্ব। মারাত্মক এ হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে চলছে জরুরি অবস্থা। এই চরম মুহূর্তে বিশ্ব নেতৃবৃন্দ এ হামলার নিন্দা জানাচ্ছেন।
এক প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে ওঁলাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ওবামা।
এ চরম অবস্থা কাটিয়ে উঠতে দেশবাসীকে শান্ত ও শক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ওঁলাদ। সেই সঙ্গে আমেরিকার মতো পুরনো বন্ধুদের সহায়তায় এর সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।
এ ঘটনার পরিপূর্ণ তদন্তে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলোকে পূর্ণ সহায়তা দেওয়ার কথাও বলেছেন প্রেসিডেন্ট ওঁলাদ।
সূত্র : স্পুটনিক