খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: স্পেনের সংবাদমাধ্যম খবর দিয়েছে, লিওনেল মেসি অনুশীলনে ফিরেছেন এবং একটি প্র্যাকটিস ম্যাচ খেলে গোলও করেছেন। তবে বার্সেলোনা তাদের সেরা তারকার অনুশীলনে ফেরা নিশ্চিত করেনি।
স্পেনের ক্রীড়া দৈনিক এএস এবং আরও কিছু সূত্র জানায়, গত বৃহস্পতিবার অনুশীলন করেন মেসি। বার্সেলোনা তাদের ওয়েবসাইটে সেই অনুশীলন সেশনের ২০টি ছবি দেয়। এর মধ্যে মেসিকে দেখা যায়নি। অনুশীলনের ভিডিও ফুটেজও তাকে দেখা যায়নি।
বৃহস্পতিবার মেসিকে শট নেওয়ার অনুশীলন করতে দেখা যায় বলে জানায় এএস।
বার্সেলোনার যে খেলোয়াড়রা আন্তর্জাতিক ফুটবল খেলতে যায়নি, তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার আগামী সোমবার অনুশীলনে ফিরবে।
মুন্দো দেপোর্তিভো পত্রিকাও মেসির অনুশীলনে অংশ নেওয়া নিশ্চিত করে। আগামী ২১ নভেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে তার হাঁটুর চোট থেকে সেরে ওঠার ক্ষেত্রে এটাকে বড় এক পদক্ষেপ বলেও উল্লেখ করে তারা।