খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: এজলাসে বসে থাকা ১৯ বছরের ধর্ষিতা তরুণীকে বিচারকে জিজ্ঞাসাকরেছেন, ‘কেন তিনি ফাঁকা বাড়িতে বেসিনের সামনে থেকে আসার সময় টপের সব বোতামগুলো আঁটোসাটো করে লাগিয়ে আসেননি? বিচারকদের এমনভাবেই সম্ভাষণ করা হয়। আসলে তাঁরা যে সত্যিই এটা পাওয়ার মতো।
কিন্তু রবিন ক্যাম্পকে কী বলবেন? রবিন ক্যাম্পও একজন বিচারক। তবে, এ দেশের নন। তিনি কানাডার এক বিচারক। তাঁর এজলাসে একটি ধর্ষণ মামলা চলছিল। কেন সেই তরুণী তাঁর পা দুটো বন্ধ বা জোড়া করে রাখেননি? এমনটা করলেই ওই অভিযুক্ত পুরুষটি তাঁকে ধর্ষণ করত না।’
এবার কী বলবেন, রবিন ক্যাম্পের মতো বিচারককে এই ঘটনার পর রবিনের উপর স্বভাবতই ক্ষুব্ধ হয়েছেন সবাই। পরিস্থিতি বেগতিক দেখে ‘বিচারক’ রবিন এখন ক্ষমা চেয়ে নিস্তার পেয়েছেন।