Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগ নেতা পল্লব ও পাবেল গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের মধ্যে পাবেল গ্রুপের জুয়েল (২৪), নাঈম (১৮) এবং কলেজ ছাত্র সাইফুর (১৮) ও বায়েজিদকে (১৮) উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া কলেজের আরো তিন ছাত্র ও তিন ছাত্রীও আহত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) পল্লব গ্রুপের উজ্জ্বল নামের এক কর্মীকে কলেজ ক্যাম্পাসে মারধর করেন পাবেল গ্রুপের কর্মীরা। এরই জের ধরে শনিবার দুপুর ১২টার দিকে পল্লব গ্রুপের নেতাকর্মীরা পাবেল গ্রুপের ওপর হামলা চালান। এতে সংঘর্ষ বেধে গেলে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
হামলাকারীরা এ সময় কলেজ ভবনের দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওসি-তদন্ত বদরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
পল্লব গ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রুপের নেতাকর্মীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।