Fri. May 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মী এবং অন্য মামলার পলাতক আসামিসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর উপজেলা ও চন্দ্রগগঞ্জ থানার।এসময় ইয়াবা ও বিপুল পরিমান গাজাঁ উদ্ধার করা হয়। এ নিয়ে গত ১১দিনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয় ৩৬৮ জনকে।
সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া জানান, ‘নাশকতাকারী ও সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীসহ ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সহিংসতা ও নাশকতাকারী,মাদক ব্যবসায়ীসহ অন্য মামলার পলাতক আসামিও রয়েছে। এ নিয়ে গত ১১দিনে ৩৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।