খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: কারো প্রতিক্রিয়ায় আমাদের কাজ বাধাগ্রস্থ হবে না’। এ নিয়ে আমরা ভীত কিংবা চিন্তিত নই। শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী ধলেশ্বর গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির চেয়ারম্যান, আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, টিআইবি কিছু প্রকাশ করলেই প্রতিক্রিয়া শুরু হয়। প্রাথমিক শিক্ষা ও সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সুলতানা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন, ‘বাংলাদেশ আজ সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছে। নারী জাগরণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। তারপরও আমাদেরকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।’
অ্যাডভোকেট আকছির এম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, জেলা রেজিস্ট্রার মো. মাহফুজুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত। অনুষ্ঠানে ৭১ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।