খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন। একজন বিজ্ঞানী তার সারাজীবন অতিবাহিত করেছেন এই জানার জন্য যে সাপের কামড় খেয়ে মরতে কেমন লাগে। এবার একদল বিজ্ঞানী পরীক্ষা করছেন, মৃত্যুর সময় কেমন অনুভূতি হয়।
অনেক তথ্য বিশ্লেষণের পর আমেরিকান কেমিক্যাল সোসাইটি এই ব্যাখ্যায় এসেছেন যে, তারা মৃত্যুর সমর শরীরের ভেতরের অবস্থা কেমন হয় এবং সেই মুহূর্তে মস্তিষ্ক কতটুকু কাজ করে। যেখানে সম্ভবত এখনও অনেক কিছুই অজানা রয়ে গেছে।
তবে আপাতত তারা এই মন্তব্যে এসেছেন যে, একজন মানুষকে যখন হত্যা করা হয়, তখন সেই হত্যাকারী থেকে বাঁচার জন্য তার মস্তিষ্কে ও শরীরে কীরূপ পরিবর্তন হয় তা জানে গেছে। নিম্নে তাদের গবেষণা আলোচনা করা হল-
১. ভয়:
একজন মানুষ যখন বুঝতে পারে তার মৃত্যুর সময় হয়েছে তখন তার মাঝে সবচেয়ে বেশি ভয় কাজ করে। আপনার শরীর সেটা প্রথমে জানতে পারবে। তারপর হত্যার হাত থেকে বাঁচার জন্য যখন আপনি ছোটাছুটি করতে যাবেন তখন মস্তিষ্কে শরীর থেকে সিগন্যাল প্রদান করা হয় এবং তখন আসতে আসতে মস্তিষ্ক কাজ করে। কিন্তু শরীরে তখন আপনি অনেক শক্তি অনুভব করবেন নিজেকে বাঁচানোর জন্য।
২. চিৎকার:
আপনি যতই সাহসী মানুষ হন না কেন মৃত্যু যখন দুয়ারে আসবে তখন প্রাকৃতিকভাবে আপনি চিৎকার করার চেষ্টা করবেন। গবেষণায় দেখা যায়, একজন মানুষের কথা বলার ভাষা আমাদের মস্তিষ্কের যে অংশ গ্রহণ করে, চিৎকার সে অংশে পৌঁছায় না। এটি অন্য কোন শিরা দিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছায়। তাই আপনি মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার জন্য অবশ্যই চিৎকার করার চেষ্টা করবেন।
৩. ব্যথা:
যখন আপনি বুঝতে পারবেন আপনি আপনার মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, আপনার চিৎকারও কেউ শুনতে পারছে না তখন আপনার শরীরে ব্যথা ও যন্ত্রণার সৃষ্টি হবে। আপনার হত্যাকারী আপনার উপর একবার প্রহার করার পরও আপনি বাঁচতে চাইবেন এবং চিৎকার করতে চাইবেন কিন্তু যখন আপনি সকল কাজে বারবার ব্যর্থ হবেন তখন নিজ থেকেই আপনার মাঝে পাহাড় সম ব্যথার সৃষ্টি হবে। মৃত্যুর সময় কি রকম যন্ত্রণা হতে পারে, দেখে নিন এই ভিডিওতে।