খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, বিদেশে বাংলাদেশের সম্মান বাড়ে। আর খালেদা জিয়া ক্ষমতা আসলে দেশে চোরের সংখ্যা বাড়ে। তারেক জিয়া ডাকাত উৎপাদন করেন।’
শনিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার নয়নপুরে চাটখিল-২ বৈদ্যুতিক উপকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন,শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে গরীব বাঁচে, দেশের উন্নয়ন ও সম্মান বাড়ে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন বিরোধী অপশক্তিরা বিদেশে বসে দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।বিদেশে বসে খালেদা জিয়া ও তারেক রহমান দেশ বিরোধী যত ষড়যন্ত্রই করুক না কেন এদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি তাদের সে সব ষড়যন্ত্র রুখে দিবে।
এ সময় তিনি চাটখিল ও সোনাইমুড়ির জনগণের জন্য আরও ১শ’ কিলোমিটার বৈদ্যুতিক লাইন ও দুটি সাব-স্টেশন নির্মাণের ঘোষণা দেন।