Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: তেজস্ক্রিয়তা বা বিষের কারণে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস সাংসদ শশী তারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু হয়নি। মার্কিন গোয়েন্দা বিভাগ এফবি আই-র ফরেন্সিক রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে বলে দাবি। দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসির দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রে সুনন্দা পুষ্করের দেহের ভিসেরা পরীক্ষায় বেশ কিছু ইঙ্গিতপূর্ণ তথ্য মিলেছে। এর আগে এইমএসের চিকিৎসকরা দাবি করেছিলেন, বিষজাতীয় পদার্থের কারণে সুনন্দার মৃত্যু হয়েছে কিনা, তা ভারতীয় পরীক্ষাগারে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে না। এরপরই সুনন্দা পুষ্করের দেহের ভিসেরা নমুনা পাঠানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।
উল্লেখ্য, ২০১৪-র ১৭ জানুয়ারি দিল্লির একটি পাঁচ তারা হোটেলে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় সুনন্দাকে।এই মৃত্যু ঘিরে রহস্যের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ সুনন্দার ভিসেরা বিশেষ পরীক্ষার জন্য পাঠানো হয় আমেরিকায়। বুধবার পুলিশ সেই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে এবং বিস্তারিত তদন্তের জন্য তা সংশ্লিষ্ট আধিকারিক ও বিভাগের কাছে পাঠানো হয়েছে। ইলেকট্রনিক সংযোগের মাধ্যমে পাঠানো ওই রিপোর্টে এফবি আই পোলোনিয়াম বা অন্য কোনও তেজষ্ক্রিয়তার কারণে সুনন্দার মৃত্যুর কথা খারিজ করে দিয়েছে। এই রিপোর্টের ফলে সুনন্দার মৃত্যু ঘিরে রহস্য আর গভীর হল বলেই মনে করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি