খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: সাভারে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষন করার খবর পাওয়া গেছে। জানা যায়, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় কয়েকজন বখাটে মুখ বেঁধে কিশোরিকে তুলে নিয়ে পাশের এক বাগানে নিয়ে গণধর্ষন করে। এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। কালাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাভারের সাধাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষণের শিকার ওই তরুণী সাভার পৌর নামা গেন্ডা এলাকার ভাড়াটিয়া জয়নাল মিয়ার মেয়ে। আটক কালাম সাভারের সাধাপুর এলাকার লালমিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাত ৮ টার দিকে সাভার পৌর নামা গেন্ডা এলাকা থেকে মুখ বেঁধে তুলে নিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করেন কালাম সহ কয়েক জন যুবক।এঘটনায় সাভার থানায় অভিযোগ করেন ওই তরুণীর বাবা জয়নাল মিয়া।
পরে অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় সাধাপুর এলাকায় অভিযান চালিয়ে কালাম নামের এক যুবককে আটক করে পুলিশ। এদিকে ধর্ষণের শিকার ওই তরুণীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সাভার থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ আল মামুন বলেন,গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হচ্ছে।অভিযুক্তদের আটকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।