খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: নারীরা সৌন্দর্য্য ও সুরক্ষায় ব্যবহার করে থাকেন বক্ষবন্ধনী। বিশ্বের সবচেয়ে ফ্যান্টাসী বক্ষবন্ধনী তৈরি করে থাকে ভিক্টোরিয়া সিক্রেট নামে বিশ্বখ্যাত বক্ষবন্ধনী তৈরি প্রতিষ্ঠান। এবার ‘ফায়ারওয়ার্কস ফ্যান্টাসী ব্রা’ নামে প্রায় ১৫৭ কোটি টাকা মূল্যের বক্ষবন্ধনী নিয়ে এসে তাক লাগিয়ে দিয়েছে এই প্রতিষ্ঠান।
প্রায় দুই দশক ধরে বক্ষবন্ধনীকে রীতিমতো শিল্প চর্চায় নিয়ে গেছে প্রতিষ্ঠানটি। স্বর্ণ, রূপা, হীরা, প্লাটিনাম এবং বহুমূল্য রতœখচিত এক একটি ব্রা মূল্যমানে শত শত কোটি টাকার। এসব ব্রা পরে রানওয়ে কাঁপিয়েছেন ক্লদিয়া শিফার, গিজেল বুন্ডচেনের মত বিশ্বখ্যাত ভিক্টোরিয়া সিক্রেট অ্যাঞ্জেলরা। এবার ১৫৭ কোটি টাকা দামের নতুন ব্রা প্রথমবার দর্শকের সামনে এলেন লিলি অ্যালরিজ।
ডিজাইনার, কর্মী, শিল্পী, কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ৬৮৫ কর্মঘন্টার অক্লান্ত পরিশ্রমে তৈরি এ বক্ষবন্ধনীতে ব্যবহার করা হয়েছে ৬ হাজার ৫০০ খন্ড বহুমূল্য রতœ, তার মধ্যে ১২৬ টি বেশ বড় আকারের হীরা। অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের বিয়েতে আংটিতে যে হীরা বসানো ছিল, তারচে বড় হীরকখন্ড রয়েছে ফায়ার ফ্যান্টাসি ব্রাটিতে। তাই এর দাম হাঁকানো হয়েছে প্রায় ১৫৭ কোটি টাকা।