খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: লোকসানের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুডি এ বছরও শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ দেয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
রহিমা ফুডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর নারায়নগঞ্জের উত্তর রূপসীতে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর।
২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৩.২২ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে (০.০৪) টাকা।
আগের বছরও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
১৯৯৭ সালে রহিমা ফুড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।