খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িতদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। তার বাবা ও ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
একজন পার্লামেন্ট মেম্বারের বরাত দিয়ে রোববার ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনাক্ত হওয়া ওই ফরাসি নাগরিকের নাম ওমর ইসমাইল মোস্তেফা।
আনুমানিক ২৯ বছর বয়সী ওই তরুণের বিরুদ্ধে আগেও অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল পুলিশের হাতে। তার জঙ্গিবাদে ঝোঁকার খবরও পাওয়া গিয়েছিল।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাতাক্লাঁ কনসার্ট হলে হামলার পর যে তিন হামলাকারী বোমা ফাটিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছিল, ওমর ইসমাইল তাদেরই একজন। ঘটনাস্থলে পাওয়া আঙুলের ছাঁপ মিলিয়ে তার পরিচয় জানতে পেরেছেন তদন্তকারীরা।
তিনি ২০১৪ সালে সিরিয়ায় গিয়েছিরেন কি-না তাও খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।
এ হামলার সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে ফ্রান্সের পাশাপাশি বেলজিয়াম ও জার্মানিতেও ব্যাপক অভিযান চালানো হচ্ছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের দক্ষিণে ওবা ও ইসন্নো এলাকায় শনাক্তকৃত হামলাকারীর আত্মীয়স্বজনের বাসায়ও তল্লাশি চালানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় প্যারিসের ছয়টি স্থানে কাছাকাছি সময়ে ওই হামলায় বোমা ও গুলিতে অন্তত ১২৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৫০ জন।
হামলায় অংশ নেওয়া সাতজনেরও মৃত্যু হয়েছে বলে শনিবার নিশ্চিত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাঁদ।
আর প্যারিসের পাবলিক প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিয়েঁ জানিয়েছিলেন, হামলাকারীরা তিনটি দলে ভাগ হয়ে ওই হামলা চালায়।
প্রসিকিউটর মলিয়েঁ জানান, সাত জঙ্গির সবাই কালাশনিকভ রাইফেল ব্যবহার করেছেন এবং তাদের সবার একই ধরনের বিস্ফোরকভর্তি বেল্ট ছিল।
তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে জানিয়ে তিনি বলেন, তদন্তে দুটি গাড়ির ওপর বিশেষ নজর দিচ্ছে পুলিশ। সেগুলোর মধ্যে কালো রংয়ের একটি গাড়ি দুই জায়গায় ব্যবহার করে বন্দুকধারীরা। এই কালো গাড়িটি এখনও শনাক্ত করা যায়নি।
অন্য গাড়িটি হামলার পর বাতাক্লাঁ কনসার্ট হল এলাকায় পাওয়া যায়। কালো ফক্সভাগেন পোলো গাড়িটিতে ছিল বেলজিয়ান নিবন্ধন প্লেট।
মলিয়েঁ জানান, বেলজিয়ামে বসবাসরত এক ফরাসি গাড়িটি ভাড়া করেছিলেন। শুক্রবার সকালে অন্য দুজনকে নিয়ে বেলজিয়াম সীমান্ত পার হওয়ার সময় পুলিশের একটি চৌকিতে তার পরিচয় নথিবদ্ধ হয়েছিল।
শুক্রবার সকালে সীমান্ত পার হওয়া ওই ফরাসি নাগরিক ওইদিন সন্ধ্যায় প্যারিসে ছিলেন। পরে বেলজিয়ামের পুলিশ ব্রাসেলসের কাছে ওই ফরাসি নাগরিকসহ তিনজনকে আটক করে।