খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: ভিওআইপি, ফেসবুক, গুগল চ্যাট বা হোয়াটসঅ্যাপে যোগাযোগও বড্ড সেকেলে হয়ে গেছে! সন্ত্রাসীরা তাই যোগাযোগের নতুন মাধ্যম হিসেবে ব্যবহার করছে প্লেস্টেশন ফোর। অবাক করা এই তথ্যই দিয়েছেন বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাঁ জ্যামবন।
জ্যামবন বলেছেন, ফ্রান্সের প্যারিসে গত শুক্রবার মধ্যরাতে হামলা চালানোর আগে জড়িতরা সনি’র প্লে-স্টেশন ফোর ব্যবহার করে যোগাযোগ করে।
তিনি বলেন, ‘এ কারণে আমাকে সারারাত কম্পিউটারের সামনে জেগে থাকতে হয়েছে। চোখ রেখেছি আইএস (ইসলামিক স্টেট) বা অন্য উগ্রবাদীরা কীভাবে তথ্য আদান-প্রদান করে।’
ব্রাসেলস থেকে প্রকাশিত সাপ্তাহিক বুলেটিনে বলা হয়েছে, ‘হোয়াটসঅ্যাপের তুলনায় প্লে-স্টেশন ফোরকে ট্র্যাক করা অনেক কঠিন।’
ধারণা করা হচ্ছে, প্লে-স্টেশন ফোর ব্যবহার করে প্যারিস থেকে ৪১০০ কিলোমিটার দূরে অবস্থিত সিরিয়ায় অবস্থানরত আইএস সদস্যদের সঙ্গে যোগাযোগ করে হামলাকারীরা।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্লে-স্টেশনের আইপিভিত্তিক ভয়েস সিস্টেম পর্যবেক্ষণ করা মোবাইল ফোন বা কম্পিউটারের সাধারণ যোগাযোগ পদ্ধতির তুলনায় বেশ কঠিন। সন্ত্রাসীরা কথা বলা বা লেখা ছাড়াই জনপ্রিয় এই গেমটির মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হবে।
তবে প্যারিসে হামলার ক্ষেত্রে সন্ত্রাসীরা প্লে-স্টেশন ব্যবহার করে কীভাবে যোগাযোগ করেছিল তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবার মধ্যরাতে একযোগে চালানো একাধিক হামলায় ১২৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩৫০ জন।
ওই ঘটনায় ৭ হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে ফরাসী কর্তৃপক্ষ।
আইএসের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়েছে। তথ্যসূত্র : টেকওর্ম।