খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: সিনেমার গল্পের মত হয়ে গেল কানাডার দুই ব্যক্তির জীবন। তাদের নাম লুক মনিয়াস ও নরম্যান বার্কম্যান।
১৯৭৫ সালের ১৯ জুন তাদের জন্ম কানাডার এক সরকারি হাসপাতালে। উভয় একই দিনে কম সময়ের ব্যবধানে জন্ম নেয়। ছোট বেলা থেকেই উভয়ই ছিল ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু তাদের চেহারার মিল নিজ পরিবারের সদস্যদের সঙ্গে পাওয়া যায় না। মিল পাওয়া যায় একে অপরের বন্ধু পরিবারের সদস্যদের সঙ্গে। তাই অনেকে তাদের নিয়ে মজা করত। কিন্তু এরই মাঝে যে লুকিয়ে ছিল যে রহস্য । তা কেউ জানতো না।
জন্মের ৪০ বছর পর ডিএনএ পরীক্ষা শেষে জানতে পারলো তাদের আসল পরিচয়। তারা যে ভুল পরিবারে বেড়ে উঠেছেন সেটা কখনও ছোট বেলায় জানতে পারেনি। এখন আসল পরিচয় জানতে পারার পর পরিবারের সন্তানদের এটা বলতে পারছেন না। তারা এখন কানাডার সরকারের কাছে এই মারাত্মক ভুলের ব্যাখ্যা চান।
জন্মের সময় কোন পরিস্থিতির কারণে এই ভুল হল তারা তা জানতে চান। এদিকে সরকারও এই ভুলের ব্যাখ্যা দিতে পারছেন না। কারণ ৪০ বছরের মধ্যে লুকের বাবা ও বার্কমানের মা মারা গেছেন। এখন এ প্রশ্নের উত্তর দিতে প্রয়োজন তাদের জবানবন্দি। কিন্তু সেটা কীভাবে সম্ভব?
বিষয়টি এখন কানাডার আদালতে। উভয় বন্ধু জানতে চায় এরকম ভুল কীভাবে ঘটলো। উভয়ের মনে চরম আঘাত হেনেছে এই ঘটনা।