খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন -মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ-কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির দাবিতে গণস্বাক্ষরতা কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
রোববার জাতীয় প্রেসক্লেবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি গণস্বাক্ষরতা গ্রহণ করছে শিক্ষকরা।
এমপিওভূক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০ দিন অবস্থান কর্মসুচী পালন করে যাচ্ছেন সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান কর্মসুচী পালন করেন শিক্ষকরা।
কিন্তু শিক্ষকদের এ আন্দোলনে এখনও পর্যন্ত সাড়া দেয়নি সরকার। তবে যতদিন পর্যন্ত তাদের দাবি না আদায় হবে ততদিন এখানে অবস্থান কর্মসুচী পালন করে যাবেন বলে বলছেন আন্দোলনরত শিক্ষকরা।