খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: শপিং মল কি শুধু মানুষের জন্যই! পশু-পাখিদেরও তো কেনাকাটার অধিকার থাকা উচিত। হয়তো তাই মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাউস্টনের এক শপিং মলের বাইরে দিব্বি ঘুরে বেড়াচ্ছিল ৮০০ পাউন্ডের গডজিলা নামের জলজ্যান্ত কুমিরটি! আর তাকে দেখেই ভয়ে লাফানো শুরু করে দিল ওই শপিং মলে কেনা-কাটা করতে আসা লোকজন।
রবিবার শপিং মলের কাছের সুগার ল্যান্ডের সমুদ্র তট থেকে হঠাৎই শপিং মলের কাছে চলে আসে গডজিলা নামের কুমিরটি। মলের কর্মীদের তৎপরতায় তাকে ফেরত পাঠানো হয়।
ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সংগঠনের কর্মকর্তা অ্যালিগেটর ট্র্যাপার ক্রিস্টি ক্রোবথকে ডেকে পাঠান মলের কর্মীরা। তিনিই গডজিলা ও সুগার ল্যান্ডের বাসিন্দাদের উদ্ধার করেন।
গডজিলাকে দড়িতে বেঁধে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। জানা গিয়েছে গডজিলার দৃষ্টিশক্তি ক্ষীণ। লেজের কিছুটা অংশও ক্ষতিগ্রস্ত ছিল।