খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাদজিভার বলে চিগম্বুরার দারুণ ক্যাচে এবার সাজঘরে ফিরলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
এ সংবাদ লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান।
এ ম্যাচে বাংলাদেশের একাদশে ২টি পরিবর্তন এসেছে। লিটন কুমার দাসের স্থানে খেলবেন ইমরুল কায়েস এবং জুবায়ের হোসেন লিখনের স্থানে আরাফাত সানি। তবে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে এলটন চিগুম্বুরার দল।
সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচেও জিতে বছরটা জয় দিয়ে শেষ করতে চায় মাশরাফিরা। এদিকে বাংলাদেশ থেকে অন্তত ১টি জয় নিয়ে দেশে ফিরতে চায় জিম্বাবুয়ে দল।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা, রেগিস চাকাভা, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), ক্রেগ আরভিন, শন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, টিএস ছিসেরো, টিনাসে পানিঙ্গারা, লুক জঙ্গি, নেভিল মাদজিভা ও ক্রেমার।