Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

75খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে ৭ম উইকেটের পতন হয়েছে টাইগারদের। মাহমুদুল্লাহর পরিবর্তে নামা অধিনায়ক মাশরাফি এবার সরাসরি বোল্ড হয়ে শূন্য রানেই ফিরেছেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
এ সংবাদ লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৮ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান।
এদিকে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাদজিভার বলে চিগম্বুরার দারুণ ক্যাচে সাজঘরে ফিরেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল (২১)। তামিমের পর সাজঘরে ফিরেন আরেক ওপেনার ইমরুল কায়েস (১০)। চিসরোর বলে উইলিয়ামস এর উড়ন্ত ক্যাচে তিনি তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেন। তার পরিবর্তে নামা মি. ডিপেন্ডেবল নামে খ্যাত মুশফিকুর রহিম (৯) ফিরেন ক্রেমারের বলে একই উইলিয়ামসের ক্যাচে।
দলীয় ৯৮ রানে ক্রেমারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন সাব্বির রহমান (১৭)। ১১৩ রানে পানিয়াঙ্গারার বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরেন নাসির হোসেন (৩)। একই ওভারের শেষ বলে জঙ্গির হাতে ধরা দেন মাহমুদুল্লাহ রিয়াদ (৮)। মাদজিভার বলে ১৮তম ওভারে অধিনায়ক মাশরাফি সরাসরি বোল্ড হয়ে শূন্য রানেই ফিরেন।
এ ম্যাচে বাংলাদেশের একাদশে ২টি পরিবর্তন এসেছে। লিটন কুমার দাসের স্থানে খেলবেন ইমরুল কায়েস এবং জুবায়ের হোসেন লিখনের স্থানে আরাফাত সানি। তবে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে এলটন চিগুম্বুরার দল।
সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচেও জিতে বছরটা জয় দিয়ে শেষ করতে চায় মাশরাফিরা। এদিকে বাংলাদেশ থেকে অন্তত ১টি জয় নিয়ে দেশে ফিরতে চায় জিম্বাবুয়ে দল।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা, রেগিস চাকাভা, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), ক্রেগ আরভিন, শন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, টিএস ছিসেরো, টিনাসে পানিঙ্গারা, লুক জঙ্গি, নেভিল মাদজিভা ও ক্রেমার।