খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শতকরা ১৬.৭৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (লহঁ.ধপ.নফ) রোববার সন্ধ্যায় পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, পরীক্ষায় ৩৫৬ জন উত্তীর্ণ হয়েছেন।
গত শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত মোট ১০০টি আসনের (ড্রামা এন্ড মিউজিক-৬০, ফাইন আর্টস- ৪০) শিক্ষার্থী বাছাই করতে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় অংশ নিতে ২ হাজার ১২৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। উত্তীর্ণদের পারফরমেন্স টেস্টের সময় পরে জানানো হবে।