Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

88খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, আমাদের প্রবৃদ্ধি অর্জনের লাইফ লাইন হচ্ছে অবকাঠামো । অবকাঠামোর লাগসই উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয় ।
অবকাঠামো উন্নয়নে প্রচুর অর্থের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে ।
মন্ত্রী আজ ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত ‘শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির জন্য অবকাঠামো উন্নয়ন’ বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ , জাইকা সদর দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক তরু আরাই, এশিয়া উন্নয়ন ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক এন্থনি জুড এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ভিসি প্রফেসর জামিলুর রেজা কর্মশালায় বক্তৃতা করেন ।
কর্মশালায় পরিকল্পনা কমিশনের সদস্য আরস্ত খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন ।
মুস্তফা কামাল, দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, ২০০৮ সালের পর দেশের অবকাঠামো উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে । যোগাযোগ অবকাঠামো ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মান,পায়রা ও মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দর নির্মানসহ বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়ন করছে ।
তিনি রাজধানীর যানজট নিরসনে আন্ডারগ্রাউন্ড রেল নির্মানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, আন্ডারগ্রাউন্ড রেলপথ ছাড়া বিদ্যমান সংকট মোকাবেলা খুবই কঠিন ।