Sat. Aug 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিএনপি দলীয় তিনজন কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাশকতার ফৌজদারী মামলায় তিনজন অভিযুক্ত থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই তিনজনকে বরখাস্তের এ সিদ্ধান্ত নেন।
রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে সিটি করপোরেশন আইন ২০০৯ এর ১২ ধারা অনুযায়ী তিনটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার।
বরখাস্তকৃত তিন কাউন্সিলর হলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন।
গত ৫ জানুয়ারি একদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে আনন্দ র‌্যালি কর্মসূচির ঘোষণা দেয়।অপরদিকে একই দিনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি হিসেবে দেশব্যাপী বিক্ষোভ দেখায়।
ওই দিন পুলিশের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই বন্দরের নবীগঞ্জ এলাকায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও মহানগর ছাত্রদলের যুগ্মআহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে মিছিল বের করা হয়। তবে মিছিলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত থাকায় নাশকতার আশঙ্কায় পুলিশ মিছিলে বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০ জানুয়ারি সরকারি কাজে বাধা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে প্রাক্তন সংসদ সদস্য ও বিএনপি নেতা আবুল কালাম, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলসহ ১৭ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত শেষে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও তিন কাউন্সিলরসহ ২৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অন্যরকম