খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : মিশর-ইসরায়েল সীমান্তবর্তী এলাকা থেকে ১৫ আফ্রিকান অভিবাসীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে মিশরের পুলিশ। রবিবার সৌদি আরবের টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে।
প্রদেশের উত্তরাঞ্চলীয় শহরের ওই হামলায় আহত হয়েছে আরও ৮ অভিবাসী। হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রসঙ্গত, ২০১৩ সালে মোহাম্মদ মুরসির পতনের পর থেকে মিশর সরকার জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা শুরু করে।