খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, বিদেশি প্রভূ নয়, জনগণের কাছে ধর্ণা দিন। বিদেশি প্রভুরা আপনাকে ক্ষমতায় বসাতে পারবেন না।
তিনি বলেন, ‘আপনি তথাকথিত হরতাল-অবরোধের মাধ্যমে অনেক মানুষকে অগ্নিদগ্ধ করেছেন। কিছুই লাভ হয় নাই। জনগণের ধিক্কার ছাড়া আর কিছুই পান নাই। এখন বিদেশী প্রভূদের কাছে ধর্ণা দিচ্ছেন। আকুতি-মিনতি করছেন। কোনো লাভ হবে না।’
বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় এ কথা বলেন হানিফ ।
আগামীকাল ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করার লক্ষ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এই প্রস্তুতি সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।
হরতাল অবরোধ প্রত্যাহারের আহবান জানিয়ে মাহবুব উল আলম হানিফ, এখনো সময় আছে। ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করুন। জাতির কাছে ক্ষমা চান। মানুষকে হত্যার দায় স্বীকার করেন। তাহলে হয়তো বাংলার জনগণ নতুন করে আপনাকে নিয়ে ভাবলেও ভাবতে পারে ।
চলমান অবরোধ-হরতাল নিয়ে বিএনপি নেতা মাহবুবুর রহমানের বক্তব্য নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নেতারাও বলছেন। এ সব কর্মসূচি জনগণ শুনছে না। এখন তাদের মধ্যেই প্রশ্ন উঠছে তাদের কর্মসূচি নিয়ে। বিএনপি নেতারাও হতাশ। কারণ তারা বুঝতে পেরেছে বাংলার জনগণ তাদের এই হরতাল প্রত্যাখ্যান করেছে।