Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : ব্রাহ্মণবাড়িয়া শহরের এক বেসরকারি হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে জন্ম নেয়া ১ ধড় ২ মাথা বিশিষ্ট অদ্ভুত শিশুটি মারা গেছে।
রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
অস্ত্রোপচারের পর সন্তানকে প্রথমবার সদ্যোজাত কন্যাকে দেখেন শিশুটির বাবা জামাল। মেয়ের দু’টি মাথা। বাকি অঙ্গপ্রত্যঙ্গ সবই স্বাভাবিক। জামাল পেশায় একজন খেত মজুর। টানাটানির সংসারে এমন সন্তান জন্মানো যেন এক প্রকারের অভিশাপ বলেও মন্তব্য করেছিলেন তিনি। জামাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা চৌমুহনী এলাকার বাসিন্দা।
গত ১১ নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। ওই দিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, এর আগেও ২০০৮ সালে দু’টি মাথা নিয়ে একটি সন্তান জন্মায় বাংলাদেশে। তবে শারীরিক বিকলতা থাকায় জন্মের কয়েক দিন বাদেই মৃত্যু হয় তার।