Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে ব্রিটেন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার মার্ক প্লেটনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।
বৈঠকের পর মন্ত্রী বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন মার্ক প্লেটন। তবে বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।
সন্তোষ প্রকাশ করলে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন কেন, এ প্রশ্নের জবাবে মেনন বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় যেসব স্ক্যানিং মেশিন আছে, সেগুলো নিশ্চিত করে কোনো কিছু শনাক্ত করতে পারে না। সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে দেহ তল্লাশি করে নিরাপত্তা নিশ্চিত করতে হয়। সে কারণেই সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।