খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে ২ বছর সময়সীমা বাড়ানোর ঘোষণা দেওয়ায় বড় ধরনের প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে। সোমবার দেশের উভয় বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে সূচকের বড় ধরনের উল্লম্ফন হয়েছে। পাশাপাশি লেনদেনেও বড় ধরনের উন্নতি হয়েছে।
সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ৫১.৬০ পয়েন্ট। সূচক বৃদ্ধির এ হার ১.১৬ শতাংশ। এর ফলে দিনশেষে ডিএসইএক্স ৪৪৭৫.৮১ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া লেনদেনেও বড় ধরনের উন্নতি হয়েছে। রবিবার গত ৮ মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন ২২১ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়েছিল। এক দিনের ব্যবধানে সোমবার লেনদেন ছাড়িয়ে গেছে ৪০০ কোটি টাকা। দিনশেষে লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৬৪ লাখ টাকা। রবিবারের তুলনায় লেনদেন বেড়েছে ৮৭ শতাংশ। এর ফলে ১৫ কার্যদিবস পর ডিএসইতে ফের ৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে একই চিত্র দেখা গেছে।
সংশ্লিষ্টরা জানান, শেয়ারবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে সময়সীমা বাড়ানোর ঘোষণার কারণেই বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বিনিয়োগ সমন্বয়ে সময় বাড়ানো হলে শেয়ার বিক্রয়ের চাপ থেকে রক্ষা পাবে বাজার। সম্প্রতি বাজারে ধারাবাহিক দরপতনের কারণে অনেক মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারের দর বিনিয়োগের জন্য অনুকূল অবস্থায় রয়েছে। ব্যাংকগুলো সে সব কোম্পানির শেয়ারে নতুন করে বিনিয়োগও করতে পারবে। এতে বাজারে শেয়ারের চাহিদাও বাড়বে। তবে হুজুগে বা গুজবে কান না দিয়ে কোম্পানির মৌলভিত্তি দেখে বিনিয়োগের জন্য সাধারণ বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন তারা।
প্রসঙ্গত, সম্প্রতি শেয়ারবাজারে টানা দরপতনের ঘটনা ঘটে। ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের কারণে বাজারে বিক্রি চাপ বেড়ে যাওয়ায় দরপতন ঘটছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এমন অবস্থায় ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে সময় বাড়ানোর দাবি উঠে বিভিন্ন মহল থেকে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও বিনিয়োগ সমন্বয়ে আরও ২ বছর সময় বাড়ানোর পক্ষে মত প্রকাশ করেন। অবশেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগের সময়সীমা আরও ২ বছর বাড়ানো হবে। এ জন্য আইনের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী নিজেও স্বীকার করেছেন, ব্যাংকের বিনিয়োগ সমন্বয়ের কারণে বাজারে প্রভাব পড়ছে।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৭৫ শতাংশ ইস্যুর দর বেড়েছে। ৩১৭টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস।। দিনশেষে কোম্পানিটির ৪৯ কোটি ৬১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর লেনদেন হয়েছে ১৪ কোটি ৫২ লাখ ৩১ হাজার টাকা। ১১ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে— অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেল, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো ফার্মা।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৮২.৩২ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৩১০.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।