খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : বিভিন্ন সময় আমরা বিভিন্ন অবিশ্বাস্য বিষয় দেখতে পাই। অনেক সময় এর প্রমাণ থাকে, আবার অনেক সময় এর কোনও প্রমাণ রাখা যায় না। তবে সম্প্রতি একজন পৃথিবীকে নিঃশ্বাস নিতে দেখেছেন। তিনি সে অবিশ্বাস্য দৃশ্যের ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেন, যা অনেক ভাইরাল হয়ে উঠেছে।
ব্রিয়ান নুতলা নামের একজন নোভা স্কটিয়ার নাগরিক এই ভিডিও ধারন করেন। তিনি গত মাসের ৩১ তারিখে এই দুর্লভ চিত্র ধারন করেন। এটা হয়ত আপেল নদীর আশেপাশে কোন এক স্থানে হয়েছে। ব্রিয়ান সে স্থানে হাঁটাহাঁটি করার সময় দেখতে পান, মাটির বিভিন্ন স্থানে বারবার উঁচুনিচু হচ্ছে। মানুষ যখন শ্বাস নেয়, তখন তার বুক যেভাবে উঁচুনিচু হয়, মাটিও ঠিক সেভাবে শ্বাস নিচ্ছিল।
নোভা স্কটিয়া কানাডার তিনটি দ্বীপের মাঝে হালিফেক্স এলাকায় অবস্থিত। এখানেই সে বিস্ময়কর অভিজ্ঞতার শিকার হন নোভা স্কটিয়া।