খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : পার্বত্য জেলা পরিষদসহ সমতল এলাকার জেলা পরিষদগুলোর নির্বাচন নিয়ে কমিশন চিন্তা ভাবনা করছে বলে মস্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী। শনিবার বিকেলে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে হালনাগাদ ভোটার তালিকার কার্যক্রম ও আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন মোঃ জাবেদ আলী।
তিনি আরো বলেন আসন্ন পৌরসভা নির্বাচনসহ অন্যান্য সব নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছে। কমিশন এখন স্বাধীন ভাবে কাজ করছে, নির্বাচনের ক্ষেত্রে কোন অনিয়ম দূর্নীতি বরদাস্থ করা হবে না।
অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নুরুল্লাহ্ নুরী, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচন কর্মকর্তারা জানান, বান্দরবানে সর্বমোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৮০৯৪। নতুন নিবন্ধিত ভোটার হয়েছে ১৬৮৪২। বান্দরবান পৌরসভায় ভোটার সংখ্যা ২৬৭২৯। এর মধ্যে পুরুষ ১৫৫৯২ ও মহিলা ভোটার সংখ্যা ১১১৩৭। ভোটার কেন্দ্রের সংখ্যা ১০টি। লামা পৌরসভার ভোটার সংখ্যা ১১৬৬০। এর মধ্যে পুরুষ ৬১৫৮ ও মহিলা ভোটার ৫৫০২। ভোট কেন্দের সংখ্যা ৯টি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সভায় নির্বাচন কমিশনার বলেন, মায়ানমারের রোহিঙ্গাসহ ভিন দেশীয় ভোটারদের ক্ষেত্রে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ গ্রহন করেছে। জনপ্রতিনিধি সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেন। এ ক্ষেত্রে কারো গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা গ্রহন করবে বলে তিনি সকলকে জানান। ভবিষ্যতে পার্বত্য এলাকায় নির্বাচন করতে গিয়ে স্থানীয়রা যাতে তাদের সুবিধামত নিজস্ব প্রতীক ব্যবহার করতে পারে এ বিষয়ে কমিশন চিন্তা ভাবনা করছে।