Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

69খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : কুমিল্লার দেবীদ্বারে তুচ্ছ ঘটনায় দু’ভাইয়ের ঘুষা-ঘুষিতে কমলচন্দ্র সাহা (৫০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে কুমিল্লা দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ গ্রামের কামার বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত কমলচন্দ্র সাহা বেগমাবাদ গ্রামের মৃত: রবিদাস সাহার পুত্র।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রোববার সন্ধ্যায় বেগমাবাদ বাজারের পান ব্যবসায়ী বিমল চন্দ্র সাহার অবিক্রিত ৬ বেড়া পান নিহত কমলচন্দ্র সাহা’র দোকানে আমানত রেখে যান। রাতেই ওই পানগুলো কাউকে না বলে নিহত কমলচন্দ্র সাহা’র চাচাতো ভাই বিজয় চন্দ্র সাহা নিয়ে বিক্রি করে ফেলে।
পরদির অর্থাৎ সোমবার বেলা সোয়া ১ টায় পানের মালিক বিমল চন্দ্র সাহা পান নিতে আসলে কমল চন্দ্র সাহা জানান, বিজয় পানগুলো নিয়ে গেছে। বিজয়কে ডেকে এনে জিজ্ঞেস করলে সে জানায়, পানগুলো বিক্রয় করে ফেলেছে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কমল চন্দ্র সাহা বিজয় চন্দ্র সাহাকে ৬ বেড়া পানের মূল্য ৬ শত টাকা পানের মালিককে দিয়ে দিতে বলেন। বিজয় টাকা দিতে অস্বীকার করায় বাগ বিতন্ডার এক পর্যায়ে হাতা হাতি শুরু হয়। বিজয়ের এলো পাথাড়ি কিল ঘুষিতে কমল চন্দ্র সাহা অচেতন হয়ে পড়েন।
পরে হামলাকারী বিজয় চন্দ্র সাহা ও তার ভাই নসু সাহা তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিজয় চন্দ্র সাহা পালিয়ে যায় এবং তার অপর ভাই নসু সাহা হার্টএটাকে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, নসু সাহাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অপর দিকে নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে যায়। সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এস,আই) মোঃ এনামুল হক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, বিষয়টি স্পর্শকাতর। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেগমাবাদ গ্রামের মৃত: চিন্তাহরন সাহার ছেলে বিজয় চন্দ্র সাহার কিল ঘুষির আঘাতে নিহত হওয়ার সংবাদ পেয়েছি। লাশ মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তত্মুতি চলছে।