Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

71খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : লর্ড বৌদ্ধ আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০১৫’ পেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বাংলাদেশে সামাজিক এবং মানবিক কার্যক্রম পরিচালনায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিমন্ত্রীকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘গতকাল (রবিবার) চট্টগ্রামের লোহাগড়া শান্তি বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতভিত্তিক আন্তর্জাতিক সংগঠন অল ইন্ডিয়া ভিক্ষু সমিতি বীরেন শিকদারকে এ পুরস্কার প্রদান করেন। এ ছাড়া এ অনুষ্ঠানে ভারত সরকারের পাঁচজন লোকসভার সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।
ইতোপূর্বে এ পি জে আবদুল কালাম, মাদার তেরেসা, নরেন্দ্র মোদি, প্রণব মুখার্জি লর্ড বৌদ্ধ আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছেন বলে জানা গেছে।