Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

74খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৬ নভেম্বর ২০১৫ : প্যারিস হামলার পেছনে সিরিয়ায় অবস্থানরত বেলজিয়ামের নাগরিক এক আইএস জঙ্গির হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
সোমবার ফরাসি তদন্ত সংস্থার একটি সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে পশ্চিমা গণমাধ্যম।
সূত্রটি রয়টার্সকে বলেছে, “আবদেলহামিদ আবাউদ নামের ওই ব্যক্তি ইউরোপে আগের কয়েকটি পরিকল্পিত হামলার হোতা বলে মনে করা হয়।”
শুক্রবার রাতে প্যারিসের প্রাণকেন্দ্রে অবস্থিত বাতাক্লাঁ কনসার্ট হলসহ ছয়টি স্থানে একসঙ্গে হামলা হয়। দেশটির ইতিহাসে অর্ধশতকেরও বেশি সময়ের ভয়াবহতম এ হামলায় ১২৯ জন নিহত হয়েছেন।
আহত ৩৪৯ জনের মধ্যে ৯৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে প্যারিসের পাবলিক প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিয়েঁ জানিয়েছেন।
ওই হামলার পরিকল্পনার পেছনে আবাউদকেই সন্দেহের তালিকার শীর্ষে রেখেছে ফ্রান্সের তদন্ত কর্মকর্তারা।
আরটিএল রেডিওর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২৭ বছর বয়সী আবাউদ ব্রাসেলসের উপশহর মলেনবিকের বাসিন্দা, যেখানে ওই হামলায় অংশ নেওয়া ইসলামি জঙ্গিদের আস্তানা রয়েছে।
ওই রেডিওর বরাতেই যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিরিয়ায় আইসিস কসাইদের অন্যতম শীর্ষ ব্যক্তি এই আবাউদ প্যারিসে হামলার পরিকল্পনা ও অর্থায়নের পেছনে ছিল বলে মনে করা হচ্ছে।”
এর আগে বেশ কয়েকটি ব্যর্থ হামলার পরিকল্পনায় তার হাত রয়েছে এবং গ্রিসে তার ফোনের সন্ধান পাওয়া যায় বলে প্রতিবেদনে বলা হয়।
রয়টার্স বলছে, চলতি বছর ফেব্র“য়ারিতে ‘দাবিক’ ইসলামিক স্টেটের অনলাইন সাময়িকীতে এই নামের এক ইসলামি জঙ্গির সাক্ষাৎকার প্রচার করা হয়। তাতে তিনি বড়াই করে বলছেন, নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্র কেনা ও হামলা চালানোর জন্য তিনি সারা ইউরোপ ঘুরেছেন।
গত বছর ১৩ বছর বয়সী এক ছেলে জিহাদে অংশ নিতে বেলজিয়াম ছেড়ে সিরিয়ায় গেলে তারা ভাই হিসেবে গণমাধ্যমে আবাউদের নাম আসে।
আইএসের সর্বকনিষ্ঠ যোদ্ধা হিসেবে গণমাধ্যমে পরিচিত ছোট ভাই ইউনিস আবাউদকে আইএস বাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল।
বেলজিয়ামের গণমাধ্যমের খবর, ভারভিয়ার্স শহরে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্ভবত আবাউদ জড়িত ছিল। গত জানুয়ারিতে এই শহরে পুলিশ গুলি চালিয়ে দুই জঙ্গিকে হত্যা করে।
ফ্রান্সের শার্লি এবদো হত্যাকাণ্ডের পর তারা বেলজিয়ামের পুলিশ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করেছিল। ওই ঘটনার ‘হোতা’ হিসেবে পুলিশের সন্দেহভাজন আবাউদ এর পর থেকে পলাতক রয়েছে।
মরক্বো বংশোদ্ভূত ২৭ বছর বয়সী আবদেলহামিদ আবাউদ ২০১৩ সালে সিরিয়ার আইএস জঙ্গিগোষ্ঠীতে যোগ দেয় বলে গণমাধ্যমের খবর।
এক দোকানদারের ছেলে এই আবাউদকে একটি ভিডিওতে দেখা গেছে, তিনি ক্ষত-বিক্ষত লাশের স্তুপ নিয়ে একটি ভ্যান চালিয়ে কবরস্থানের দিকে যাচ্ছিল।