খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫ মানুষ বিপদে পড়লেই পুলিশকে ডাকে। কিন্তু ফ্লোরিডার এক নারী পুলিশকে ডেকেছেন অন্যকারণে। যেটি নিয়ে সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৪৫ বছর বয়সী নারী ‘লিয়ান গে ওয়াটসন’ ৯১১ ফোন করে পুলিশ ডাকলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাজির হলেন। ওয়াটসন পুলিশ দেখে তাদের এক প্যাকেট সিগারেট ও মুরগির মাংস আনতে বললেন।
পুলিশ ওয়াটসনকে জিজ্ঞাসা করেন, তিনি বিপদে পড়েছেন কিনা? ওয়াটসন উত্তরে সে ধরনের কিছু ঘটেনি বলে জানায়। ওয়াটসন পুলিশকে বলেন, তিনি অত্যধিক মদ পান করেছেন। এ কারণে গাড়ি চালিয়ে সিগারেট ও মুরগি আনতে যেতে পারছিলেন না। এজন্য তিনি পুলিশ ডাকতে বাধ্য হন।
এসব শুনে পুলিশ ওয়াটসনকে হাতকড়া পরিয়ে লেক কাউন্টি কারাগারে নিয়ে যায়। সেখানে ওয়াটসন অনেক চেঁচামেচি করে।