Tue. Oct 14th, 2025
Advertisements

9খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫ রাজকাহিনী’র পর আবারো দেশভাগের গল্পে দেখা যাবে জয়া আহসানকে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার থেকেই ‘খাঁচা’য় বন্দি হচ্ছেন তিনি। অর্থ্যাৎ টানা ২০ দিন ‘খাঁচা’ নামের নতুন চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিবেন জয়া।
হাসান আজিজুল হকের ‘খাঁচা’ গল্প অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রটিতে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে আজাদ আবুল কালামকে। ২০১১-১২ সালে সরকারি অনুদান প্রাপ্ত ছবিটি পরিচালনা করছেন ঘাসফুল খ্যাত নির্মাতা আকরাম খান।
শুটিং প্রসঙ্গে পরিচালক বলেন, ‘মঙ্গলবার থেকে নড়াইলে শুটিং শুরু করছি। এখানে টানা ২০ দিন শুটিং করবো।’
এতে অংশ নিতে গতকাল রাতেই ঢাকা ছেড়েছেন জয়া আহসান, আজাদ আবুল কালামসহ কলাকুশলীরা। জয়া ছাড়াও ছবিতে অভিনয় করছেন মামুনুর রশীদ, আতাউর রহমান ও কায়েস চৌধুরী প্রমুখ।