Tue. Oct 14th, 2025
Advertisements

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপ আনুষ্ঠানিকভাবে বেস্টবাড়ি ডটকমের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গতকাল সোমবার মহাখালীস্থ রূপায়ন সেন্টারে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
রূপায়ণ গ্রুপের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), হেড অব অপারেশনস (কর্পোরেট সেলস) শওকত আহমেদ ও অ্যাসিস্টেন্ট চিফ অপারেটিং অফিসার সালমান কবির রূপায়ণ গ্রুপের পক্ষে এবং বেস্টবাড়ি ডটকমের পরিচালক (সেলস অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট) হৃদয় রহমান প্রতিষ্ঠানটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন রূপায়ণ গ্রুপের সহকারী ম্যানেজার (কর্পোরেট সেলস) ওয়াহিদুর রহমান।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষই এই সহযোগিতা বাংলাদেশের রিয়েল এস্টেট চ্যানেল মার্কেটিং ও ডিজিটাল সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন।
রূপায়ণ গ্রুপ দেশের শীর্ষস্থানীয় আবাসন ব্যাবসায়ী গ্রুপ। দেশের আবাসন শিল্পে সফলতার সঙ্গে অবদান রেখে চলছে। বেস্টবাড়ি ডটকম একটি শীর্ষস্থানীয় অনলাইন প্রপার্টি প্ল্যাটফর্ম, যা দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রূপায়নের ডিজিটাল বিক্রয় ও বিপণন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে জানান কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের আওতায়, বেস্টবাড়ি ডটকম রূপায়ন গ্রুপের আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পসমূহ অনলাইনে প্রচার ও বিক্রয়ের জন্য চ্যানেল পার্টনার হিসেবে কাজ করবে। এর মাধ্যমে রূপায়নের প্রিমিয়াম প্রকল্পসমূহ-যেমন রূপায়ন সিটি উত্তরা এবং অন্যান্য ল্যান্ডমার্ক উন্নয়ন প্রকল্প-দেশের ক্রেতাদের পাশাপাশি সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও সহজলভ্য হবে।
স্বাক্ষর অনুষ্ঠানে রূপায়ন গ্রুপের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা সালমান কবির বলেন, বেস্টবাড়ি ডটকমের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রায় একটি নতুন মাইলফলক। এটি আমাদেরকে একটি বিশ্বস্ত ও প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বৃহত্তর ক্রেতা গোষ্ঠীতে পৌঁছাতে সহায়তা করবে, সেই সঙ্গে রূপায়নের গুণগত মান, আস্থা ও গ্রাহক সন্তুষ্টির প্রতিশ্রুতি বজায় রাখবে।’
বেস্টবাড়ি ডটকমের সেলস ও বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর হৃদয় রহমান বলেন, ‘আমরা গর্বিত যে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য রিয়েল এস্টেট ডেভেলপার রূপায়ন গ্রুপের সঙ্গে কাজ করতে পারছি। এই সহযোগিতার মাধ্যমে আমরা দেশ ও বিদেশের ক্রেতাদের জন্য একটি সহজ, স্বচ্ছ ও ঝামেলামুক্ত সম্পত্তি ক্রয়ের অভিজ্ঞতা দিতে চাই।