খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের আহ্বানকে দুর্বলতা না ভাবার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সংলাপের আহ্বানকে সরকারদলীয় অনেক নেতাই তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবছেন। চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশের অপেক্ষায় রয়েছে কর্মী-সমর্থকরা। তিনি নির্দেশ দিলেই আন্দোলনের মাধ্যমে সরকারের কবর রচনা করা হবে।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ বলেন, দেশ-বিদেশে জঙ্গি হামলা হচ্ছে। বাংলাদেশও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে রয়েছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয় ঐক্য এখন সময়ের দাবি। সরকার যদি গণতন্ত্র পুনরুদ্ধারে সুযোগ না দেয় তাহলে দেশ অচিরেই জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বন্দী অবস্থায় চিকিৎসা দেওয়া হয়নি। ৬ বারের পার্লামেন্টারিয়ান দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বিনা চিকিৎসায় কারাগারে রয়েছেন। সরকার চায় বিএনপি নেতাকর্মীরা ধুকে ধুকে কারাগারে মৃত্যুবরণ করুক।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।