Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। তাদের প্রয়োজনীয় সুবিধা প্রদান করলে কাজের মান আরও ভাল হবে। তারা এক দিন বাংলাদেশকে উন্নত বিশ্বের দারপ্রান্তে নিয়ে যাবে।
সুইডেনের শ্রমমন্ত্রী আইরিন ওনেমো সোমবার বিকেলে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় গড়ে ওঠা ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে এ মন্তব্য করেন। বাংলাদেশে তৈরি পোশাক রফতানিকারদের সংগঠন বিজিএমইএ ও আইএলও’র যৌথ উদ্যোগে গড়ে ওঠে এই ট্রেনিং সেন্টার।
সুইডিশ মন্ত্রী আইরিন ওনেমো শ্রমিকদের সঙ্গে এ সময় খোলামেলা আলোচনা করেন। তিনি সুইডেন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।
ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এই ট্রেনিং সেন্টার থেকে সমাজের গরীব ও অসহায় পরিবারের মানুষদের কাজ শিখিয়ে বিভিন্ন কারখানায় চাকরি দেওয়া হয়। ইতোমধ্যে এখানে প্রশিক্ষণ নেওয়া ৬০ শ্রমিক কাজ করার সুযোগে পেয়েছেন।