Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: বাংলাদেশ ২০২০ সালের মধ্য ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে চায়। কিন্তু সকল উন্নয়ন রাজধানীকেন্দ্রিক হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, শুধু ঢাকা থেকে ১৬ কোটি মানুষের উন্নয়ন করা সম্ভব নয়। উন্নয়নের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। আমাদের ৬৪টি জেলাতেই যেতে হবে।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ উন্নয়ন ফোরাম’ (বিডিএফ)-এর বৈঠকের বিভিন্ন দিক নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘ভিশন ২০২১ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন সম্ভব’ দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘তবে এ জন্য অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দিতে হবে।’
তিনি বলেন, ‘অবকাঠামো বাংলাদেশের জন্য একটা সমস্যা। এ সমস্যা থেকে আমাদের যোগাযোগ ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের আরও দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসতে হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘প্রায় ৬ বছর পর এবার বিডিএফ আয়োজন করা হয়েছে। দুই দিনের ফোরামে অংশ নেওয়া উন্নয়ন সহযোগীরা বলেছেন শিক্ষা-স্বাস্থ্য খাতে আমরা যে গুরুত্ব দিচ্ছি তা ভাল। তবে এ খাতে বরাদ্দ বাড়াতে হবে। একই সঙ্গে অবকাঠমো খাতে গুরুত্ব দিতে বলেছেন। অবকাঠামো খাতে বিনিয়োগে বিশ্বব্যাংক, এডিবিসহ সম্মেলনে অংশগ্রহণকারী উন্নয়ন সহযোগীরা সম্মত হয়েছে’ বলে জানান তিনি।
তিনি বলেন, ‘উন্নয়ন সহযোগীরা বিভিন্ন আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন বিষয়ে সতর্কও করেছেন। বিদ্যুৎ ও জ্বালানী খাতের উন্নয়ন অব্যাহত রাখতে বলা হয়েছে। এ খাতের উন্নয়নে আমরা বিভিন্ন জনকে পদক্ষেপ নিতে বলেছি।’
‘প্রাথমিক শিক্ষায় অনেক অগ্রগতি হয়েছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখন শিক্ষার মান উন্নয়ন করতে হবে। দক্ষ জনবল গড়ে তোলার দিকে নজর দিতে হবে।’
ইউএসএআইডি বাংলাদেশ মিশনের প্রধান জেনানা জেরুজেলস্কিও বলেন, ‘বাংলাদেশ সরকার ২০২১’-এর যে ভিশন নির্ধারণ করেছে তা অর্জন সম্ভব। তবে এর জন্য মানসম্পন্ন শিক্ষার প্রয়োজন। সেই সঙ্গে অবকাঠামো খাতের উন্নয়ন করতে হবে। জলবায়ু সমস্যার দিকেও নজর দিতে হবে।’
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন বলেন, ‘অবকাঠামো খাতে বেসরকারি খাতের বিনিয়োগ প্রয়োজন। এ জন্য পাবলিক প্রাইভেট পার্টশিপ (পিপিপি) কীভাবে আরও জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এসডিজির ক্ষেত্রে বেসরকারি খাতকে সংযুক্ত করা ও ট্যাক্স বাড়াতে বলা হয়েছে। সামাজিক সুরক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।