খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: বিচারের থেকে রেহাই পেতে খালেদা জিয়া বিদেশে বসে আছেন- এমন মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। মায়া আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু মঞ্চ সংগঠনের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস-জঙ্গিবাদ ও গুপ্তহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়তে হবে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি গত ৫ জানুয়ারি থেকে দীর্ঘ ৯২ দিন পেট্রোলবোমা দিয়ে দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেও সরকার পতনে ব্যর্থ হয়েছে। বেগম জিয়া এখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছেন।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, বিদেশে বসে তারা যতই ষড়যন্ত্র করুন না কেন, দেশে ফিরিয়ে এনে মানুষ হত্যার জন্য তাদের বিচারের মুখোমুখি করা হবে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীরাও বিদেশে পালিয়ে ভেবেছিল তাদের বিচার করা সম্ভব হবে না। কিন্তু তাদের বিচার হয়েছে এবং অনেকের ফাঁসির রায়ও কার্যকর হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনীদের বিচারের মতো দেশের নিরীহ মানুষকে হত্যার জন্য বেগম খালেদা জিয়ারও বিচার হবে। বিদেশে পালিয়ে থেকে কোন লাভ হবে না।
মায়া বলেন, বেগম জিয়া লন্ডনে বসে আছেন এবং তিনি আর দেশে আসবেন না। তিনি এমন অপরাধ করেছেন যে দেশে আসতে ভয় পাচ্ছেন। বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো হয়ে যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা যখন বিএনপির এ কঠিন পরিণতির কথা বলেছিলাম তখন অনেকে হাসাহাসি করেছেন। আর আজ তা বাস্তবায়িত হচ্ছে। সংগঠনের সভাপতি নিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ ও মহানগর আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ।