খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: নীলফামারী জেলায় নাশকতার আশঙ্কায় ডিমলা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে(৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
ফাজিল মাদ্রাসার কার্যালয় থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তাকে গ্রেফতার করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন খান জানান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউয়ের রায়কে কেন্দ্র করে তিনি নাশকতা করতে পারেন। এ আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।