Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেছেন, নির্বাচনের বিকল্প নির্বাচন। ২০১৯ সালে নির্বাচন হবে। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিন। ২০১৯ সালেই হবে ফাইনাল খেলা।
‘দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রোধে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএমএ অডিটোরিয়ামে মঙ্গলবার বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন এ সভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘২০১৯ সালের নির্বাচনে হবে ফাইনাল খেলা। নির্বাচনে এলে বেগম খালেদা জিয়ার দল জিম্বাবুয়ের মতো হারবে। তাই তারা নির্বাচনে আসতে চায় না।’
তিনি বলেন, ‘আমেরিকা-ব্রিটেনসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, ২০১৯ সালে এদেশে সেধরনেরই নির্বাচন হবে। শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে সেই নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘আমরা সংলাপের নাটকে বিশ্বাসী নই। অর্থহীন সংলাপ করে কোনো লাভ নেই। আমারা সংলাপ করবো না। জামায়াত শিবিরের আশ্রয়-প্রশ্রয়দাতাদের সঙ্গে সংলাপ হতে পারে না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার দেশে আসতে কোনো বাধা নেই। দেশে এসে রাজনীতি করুন। নৈরাজ্য সৃষ্টি করবেন না।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘লোডশেডিং শব্দটি এখন ইতিহাস হয়ে যাচ্ছে। শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে বিদ্যুতের সমস্যার সমাধান হয়েছে। দেশের কোথাও অন্ধকার নেই। এখন প্রতিষ্ঠিত হয়েছে “আলোকিত বাংলাদেশ”। শেখ হাসিনার সাহসের কারণে শান্তিময় সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা জঙ্গি উত্থান বন্ধ করেছেন। বর্তমানে সারা দুনিয়াজুড়ে সন্ত্রাস রয়েছে। রাতারাতি সন্ত্রাস বন্ধ করা যায় না।’
বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘‘বেগম খালেদা জিয়া আজকের যুগের ‘ঘসেটি বেগম’, আর লন্ডনের তারেক রহমানের বাড়ি হচ্ছে ‘কাসিম বাজার কুঠী’।’’
তিনি বলেন, ‘এ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ঝাঁটাপেটা করা উচিত। এ্যামনেস্টি ও টিআইবি’র বিচার হতে হবে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। ওদের রিপোর্টে আমাদের কিছু হবে না।’
উন্নয়নের সমালোচনা করায় বেগম জিয়াকে ইঙ্গিত করে নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, ‘ওনার চোখে ছানি পড়েছে তাই তিনি দেশের উন্নয়ন দেখতে পান না। তবে সম্প্রতি ওনার চোখের চিকিৎসা করানো হয়েছে।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া রাজনীতির সূত্র জানেন না। তাই তার আন্দোলন অকার্যকর হেয়েছে।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ এসোসিয়েশনের নেতা বদিউজ্জামান বাদশা, হারুন অর রশিদ প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ ম. মোজাম্মেল হক সরকার (বকুল সরকার)।