Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসে কোনিও নিহতের ঘটনায় জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে আটক তিন ব্যক্তির দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ আদেশ দেন।
এর আগে, ১২ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও একটি চাপাতি উদ্ধার করা হয়