খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: দেশের রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকগুলোতে খেলাপী ঋণের পরিমাণ কমিয়ে আনার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে রাজস্ব আদায় বাড়ানোরও তাগিদ দিয়েছে সংস্থাটি।
সচিবালয়ে মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ঢাকা সফররত আইইএমএফ মিশন প্রধান রডরিগো কুবেরো সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘খেলাপী ঋণের পরিমাণ কমাতে ব্যাংকগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হতে হবে। এছাড়া বোর্ডর দায়বদ্ধতা বাড়ানোসহ ঋণ প্রদানের ক্ষেত্রে নজরদারি আরও বাড়াতে হবে।’
রডরিগো বলেন, ‘তবে ইতোমধ্যে বাংলাদেশ সরকার এ বিষয়ে কাজ করছে। সব কিছু ঠিক থাকলে খেলাপী ঋণের পরিমাণ কমে আসবে’ বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আগামী ২০১৬ সালের জুলাইয়ের মধ্যে ভ্যাট আইন বাস্তবায়নের লক্ষ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ আইন বাস্তবায়িত হলে তা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি মনে করি, এ আইন কার্যকর হলে প্রবৃদ্ধি ৬.৫ এর বেশি হতে পারে।