Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

69খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: প্রয়োজনের তুলনায় অধিক মাত্রায় সিসা থাকায় ৫ মাস ব্যান ছিল ম্যাগি। এহেন সময়েই যোগগুরু রামদেবের নুডলস বাজারে আসার পরিকল্পনা। এই দু’টি বিষয়ের মধ্যে কি কোনও যোগসূত্র আছে?
ডিসেম্বরেই বাজারে আসছে যোগগুরু রামদেবের ইন্সস্ট্যান্ট নুডলস। এবার নেসলে-র ম্যাগি বনাম রামদেবের ‘আট্টানুডলস’। পরিকল্পনাটি ফাঁস করে দিয়েছিল একটি সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া একটি ছবি। ‘পতঞ্জলির’ ব্র্যান্ডেরনুডলস। তখন অবশ্য বাজারে নুডলস আনার পরিকল্পনা উড়িয়েই দিয়েছিলেন রামদেব।
কিন্তু ওই ছবি ফাঁস হওয়ার মাস তিনেক বাদেই যোগগুরু রামদেব ঘোষণা করেন, পতঞ্জলির ‘হেলদি’ ইন্সস্ট্যান্ট নুডুলস তিনি বাজারে আনছেন। ৫ মাস ব্যান-এর ফাঁড়া কাটিয়ে ভারতের বাজারে ফিরেছে নেসলে’র ম্যাগি। ঠিক এই সময়েই ম্যাগিকে টেক্কা দিতে বাজারে আসছে পতলির ইন্সস্ট্যান্ট নুডলস। রামদেবের দাবি, এই নুডলস নাকি সবচেয়ে স্বাস্থ্যকর।
‘পতঞ্জলি’-র তরফে জানানো হয়েছে, ডিসেম্বরের শেষের দিকেই পতঞ্জলি ‘আট্টা নুডলস’ আসবে বাজারে। যোগগুরু রামদেবের কথায়, ‘আমাদের নুডলস দেশের ১০ লক্ষ স্টোরে পাওয়া যাবে। আমরা উৎ‍পাদন আরও বাড়ানোর উপর জোর দিচ্ছি। আট্টা নুডলস-এর ৭০ গ্রামের প্যাকেটের দাম রাখা হয়েছে ১৫ টাকা। আমাদের প্রতিদ্বন্দ্বী নুডলস-এর থেকে দাম ১০ টাকা কম।’ রামদেবের দাবি, অন্যান্যরা নাকি আট্টা নুডলস বিক্রি করছে ২৫ টাকায়। তাঁর আরও দাবি, পতঞ্জলির নুডলস-এ থাকছে রাইস ব্র্যান অয়েল। অন্যান্য নুডলস প্রস্তুতকারীরা নাকি পাম অয়েল ব্যবহার করে। শুধু নুডলস-ই নয়, রামদেব জানালেন, খুব শিগগিরই তিনি বেবি কেয়ার, বিউটি কেয়ার, হেল্থ সাপ্লিমেন্ট-এর বাজারেও আনতে চলেছেন।