খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫: পরম মমতায় বেড়ে উঠা সন্তানকে ঘিরে আকাশ ছোঁয়া স্বপ্ন আপনার। সে যেন মুক্ত থাকে সকল অনিশ্চয়তা থেকে। তাকে সবার সেরা, সবচেয়ে যোগ্য করে তুলতে আপনার প্রাণান্তকর প্রচেষ্টা। কিন্তু কখনও বাবা-মায়ের কিছু বেখায়াল সন্তানের জন্য কাল হয়ে দাঁড়ায়। তাকে আপনার স্বপ্নের মত গড়ে তুলতে খেয়াল রাখুন ছোটখাট এ বিষয়গুলোর প্রতি।
১) সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে আগলে রাখবে অনিশ্চয়তা থেকে। খোলামেলা ভাবে তার সাথে কথা বলুন। সে যেন আপনাকে তার শ্রেষ্ঠ বন্ধু মনে করে।
২) কোন কাজ না পারলে তাকে তিরস্কার করবেন না। তাকে উৎসাহিত করুন তাকে বলুন, ‘কাজটি কঠিন, তবু তুমি পেরেছ, আরও চেষ্টা করলে আরও ভালো পারবে’।
৩) ছোটোখাটো কাজ তাকে করতে দিন। এতে করে আপনার সন্তান নিজের কাজ নিজে করতে শিখবে।
৪) ভুল মানুষই করে। বা”চারা তো নতুন করেই সব শিখছে। যদি তার ছোটোখাটো ভুলের জন্যই তাকে বকা দিতে থাকেন, শাস্তি দিয়ে থাকেন তাহলে তার কোনো কিছু করার স্পৃহা কমে যাবে, নষ্ট হবে আত্মবিশ্বাস।
৫) তাকে আগলে রাখুন কিন্তু সেটা যেন তার জন্য বন্দিত্ব না হয়ে যায়। তাকে সাহসী হতে শেখান তবে ঝুঁকি থেকে দূরে রাখুন।
৬) সন্তানের উপরে কিছু চাপিয়ে দিবেন না, বুঝিয়ে বলুন। তার ভবিষ্যত জীবনের লক্ষ্য তাকেই নির্ধারণ করতে দিন।
আপনার ভালবাসাই তার জীবনের পথ নির্ধারণ করবে। তাকে ভবিষ্যতের জন্য যোগ্য করে তুলতে তার পাশে থাকুন সবসময়। এ এক নির্ভরতার, মমতার সর্ম্পক।